সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল (২২ মে) চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার (২৪ মে) ইদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় দেশটি। কিন্তু টাইম্স অ্যান্ড ডেট ডট কম বলছে, গতকাল সূর্যাস্তের ১৩ মিনিট আগেই চাঁদ ডুবে যাওয়ায় এমনটি ঘটেছে; ফলে সৌদি আরবে আজ যে চাঁদ দেখা যাবে, সেটির বয়স হবে ১ দিন।
এদিকে, বাংলাদেশে আজ ভোরেই নতুন চাঁদ উঠেছে বলে জানাচ্ছে প্রতিনিয়ত লুনার পজিশনের আপডেট নিয়ে কাজ করা এ ওয়েবসাইটটি। লুনার পজিশন বলছে, বাংলাদেশ সময় অনুযায়ী আজ (২৩ মে) ভোর ৫টা বেজে ৩৪ মিনিটে নতুন চাঁদ উদিত হয়েছে এবং ডুবে যাবে সন্ধ্যা ৭টা বেজে ১৩ মিনিটে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ৩৭ মিনিটে। সে হিসাবে, সূর্যাস্তের পর ৩৬ মিনিট পর্যন্ত আকাশে চাঁদ দেখা যাওয়ার কথা। তাই, সাধারণভাবে সৌদি আরবে ইদ পালিত হবার পরদিন বাংলাদেশে ইদ উদযাপিত হয়ে এলেও এ বছর ব্যতিক্রম হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই একই দিনে ইদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে বলে ধরে নেয়া যায়।
তবে, এর সবই নিশ্চিত হওয়া যাবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর। বাংলাদেশের যে-কোনো প্রান্ত থেকে চাঁদ দেখা যাওয়া না যাওয়ার ওপরেই নির্ভর করছে সত্যিই আগামীকাল ইদ হবে কি না।