বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন সমাপ্ত

 

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক মাতুভাষা ইন্সটিটিউটে দুই দিনব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভভার্সিটি ৩য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন “বিশ্ব শান্তির জন্য শিক্ষা” আজ ১৯ জানুয়ারি শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহবুব- উল হক মজুমদার। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মোস্তাকিমা ইসলাম মীম, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব খলিলুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন ইমন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস এম মাহবুব- উল হক মজুমদার বলেন, শিক্ষা ব্যবস্থায় চতুর্থ শিল্প বিপ্লবের পাশপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মিলিত প্রয়োগে প্রয়োজন আমূল পরিবর্তন – সেই সাথে প্রয়োজন সৎ শিক্ষা অনুরাগী। মানসিকতার পরিবর্তন না হলে কোন কিছু অর্জন করা সম্ভব হবে না। আমি নিরাশাবাদী তবে আপনারা নিরাশ হবেন না। আপনাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে আমি সেই প্রত্যাশাই করছি।

তিনি আরো বলেন, বেষম্যবিরোধী বাংলাদেশ গড়তে স্মার্টসিটিজেন এবং স্মার্ট জেনারেশন তৈরী করতে হবে এবং শুধু স্মার্ট ফোন হাতে নিলেই স্মার্ট জেনারশন হবে না। তাকে মন মানসিকতায় স্মার্ট হওয়ার জন্য গ্লোবাল সিটিজেন হতে হবে। গ্লোবাল সিটিজেন হতে হলে ভেল্যু সিস্টিমের জায়গায় টলারেন্সের ন্যায় একটা মানসিকতা থাকতে হবে। তিনি বলেন , আন্তর্জাতিক নানা মানের কোয়ালিফিকেশন্স এবং প্রফেশনাল সার্টিফিকেশন্সের ক্ষেত্রে আমরা এখনো প্রতিবেশী অনেক দেশের তুলনায় পিছিয়ে আছি। তথ্যপ্রযুক্তির কল্যাণে আমরা আমাদেও নিজেদের অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা কাজে লাগিয়ে সেগুলো অর্জন করতে পারি।
প্রফেসর এস এম মাহাবুব-উল হক বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনকে অনুঘটক মনে করেছে এবং এর একাডেমিক সিস্টেমের সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করেছে। আমরা আধুনিক ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি হিসেবে বিকাশের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি, অ্যাক্সেস এবং ইক্যুইটির প্রতি নিষ্ঠার সাথে কাজ করছে এবং উল্লেখযোগ্যভাবে শিক্ষাদান, শেখার, গবেষণার মান এবং জাতীয় ও আঞ্চলিক আর্থ-সামাজিক চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে “ডোয়ার্স এবং লিডারস” বিকাশের উপর সর্বোচ্চ মনোযোগ নিবদ্ধ করছে যারা এ গ্রহের জন্য একটি টেকসই বর্তমান এবং প্রতিশ্রুতিশীল ভবিষ্যত প্রতিষ্ঠা করার জন্য উদ্ভাবন এবং সমাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

অনুষ্ঠানে এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলা “সময়ের সাথে” অনুষ্ঠান পরিচালক মো. খলিলুর রহমান বলেন, আমরা শিক্ষায় কারো আগ্রহ দেখিনা। মিডিয়ায়ও শিক্ষার খবর গুরুত্ব পায়না। শিক্ষার প্রতি সর্বমহলের অবহেলা চরমে। এমনকি শিক্ষার সাথে যারা জড়িত তারাও শিক্ষাকে ভালোবাসে না।

বিজ্ঞপ্তি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *