বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাদশা সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মোল্লাহাট উপজেলার গাংনি রহমতপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাদশা সরদার মারা যায়।
অন্যান্য আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি মোল্লাহাট থানা পুলিশ।
নিহত বাদশা সরদার গাংনি রহমতপাড়া এলাকার সালেক সরদারের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, স্থানীয় প্রভাববিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাদশা সরদার নামে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।