বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক চৌধুরী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে এ ঘটনা ঘটে। কৌশিক ওই গ্রামের রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও কৃষ্ণপদ চৌধুরীর ছেলে।
নিহতের পরিবার-সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাতে ঝড়ে নিজ বাড়ির পাশে পল্লিবিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর একটি সুপারি গাছ পড়ে। ফলে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। সোমবার সকালে পুকুরপাড়ে যাওয়ার সময় পড়ে থাকা গাছে স্পর্শ লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।