নতুন অতিথি এসেছে জ্যামাইকার গতির রাজা উসাইন বোল্টের ঘরে। দীর্ঘদিনের বান্ধবী ক্যাসি বেনেট রোববার স্প্রিন্টার ও আটবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী এই কিংবদন্তি অ্যাথলিটককে উপহার দিয়েছেন ফুটফুটে একটি কন্যা সন্তান।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস টুইটারে অভিনন্দন জানিয়ে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডধারী অ্যাথলিটের ঘরে নতুন অতিথি আসার খবরটা নিশ্চিত করেছেন।
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে শুভেচ্ছা জানিয়ে হোলনেস টুইটারে লিখেন, ‘কন্যা সন্তানের আগমনে আমাদের স্প্রিন্ট লিজেন্ড উসাইন বোল্ট ও ক্যাসি বেনেটকে অভিনন্দন।’
বাচ্চার নাম ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এমন একটা সুখবরের জন্য ভক্ত-সমর্থকরা দীর্ঘ দিন ধরেই অপেক্ষায় ছিলেন। বিশেষ করে মার্চে ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে যাচ্ছেন- বোল্টের এমন খবর দেওয়ার পর থেকে।