পোশাক খাতের এক লাখ শ্রমিককে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দেবে কমন হেলথ বাংলাদেশ। এজন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং কমন হেলথ বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে।
শনিবার (৯ মে) বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং কমন হেলথ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ম্যাথিউ আর্ল গিলফোর্ড ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক লাইসেন্সধারী চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশ সরকারের ক্লিনিক্যাল প্রোটোকল মেনে স্বাস্থ্য পরামর্শ দেবেন।বিজিএমইএর সদস্য কোম্পানিগুলোর কর্মীদের বিনামূল্যে সর্বক্ষণ চিকিৎসকের পরামর্শ ও টেলিমেডিসিন সেবা দিতে বিজিএমইএর সাথে কাজ করবে কমন হেলথ। এছাড়া, সচেতনতা এবং টেলিমেডিসিন পরামর্শ ব্যবহারের বিষয়ে পর্যায়ক্রমে বিজিএমইএ এবং এর সদস্যদের সাথে একসাথে কাজ করবে কমন হেলথ।
কেবল বিজিএমইএ কর্মীরাই যাতে এ সেবা পায় তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের নাম, ফোন নম্বর, কারখানার নাম এবং কর্মচারী আইডি সরবরাহ করা হবে।