সব প্রতিকূলতা ও অনিশ্চয়তা দূরে ঠেলে বুন্দেসলিগা শুরুর দিনক্ষণও ঠিক করে ফেলল কর্তৃপক্ষ। মার্চে স্থগিত হয়ে যাওয়া জার্মানির শীর্ষ লিগ মাঠে ফিরবে আগামী ১৬ মে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বুধবার জানান, এ মাসেই ফিরছে বুন্দেসলিগা। পরদিনই জার্মান ফুটবল লিগ (ডিএফএল) এক বিবৃতিতে প্রতিযোগিতাটি মাঠে ফেরার দিন চূড়ান্ত করল। মৌসুমের বাকি সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এই প্রথম ইউরোপের শীর্ষ কোনো লিগ মাঠে ফিরতে যাচ্ছে।
এপ্রিলের মাঝামাঝি থেকে অনুশীলন শুরু করেছে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডসহ বুন্দেসলিগার ক্লাবগুলো। তবে কবে থেকে লিগ চালু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। ডিএফএলের এই ঘোষণায় অবশ্য কেটে গেছে সব দোলাচল। জুনের মধ্যে লিগ শেষ করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছে তারা। রয়টার্স জানিয়েছে, লিগ চালুর প্রথম দিনই দেখা মিলবে জমজমাট লড়াইয়ের। ডার্বি ম্যাচে শালকে জিরো ফোরের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। বাকি ম্যাচগুলোর সূচি এখনো জানা যায়নি। ক্লাবগুলোকে স্বাস্থ্যবিধিবিষয়ক নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথাও মনে করিয়ে দিয়েছেন ডিএফএলের প্রধান নির্বাহী সেইফের্ট।
সূত্র: ইন্টারনেট