বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

 

বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ২৬শে জানুয়ারি সকাল ১১টায় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকার প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার(চলতি দায়িত্ব) আবদুল হাকিম।এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া। সেমিনার অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশ কাস্টমসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কাস্টম কর্মকর্তাবৃন্দ।

 

মর্নিং নিউজ/আই/শাশি

Spread the love

বেনাপোল প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ঝিনাইদহে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আমির হোসন মালিতার দাফন সম্পন্ন

শনি জানু ২৮ , ২০২৩
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের সাবেক প্রবীণ আইনজীবী, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান, চলচিত্র পরিচালক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আমির হোসেন মালিতা ইন্তেকাল করেছেন। আমির হোসেন মালিতার পুত্র আনোয়ারুজ্জামান আজাদ চঞ্চল জানান, শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন। […]