বেনাপোলে দূর্বত্তদের বোমা হামলা! প্যানেল চেয়ারম্যান এর বাড়িতে।

বেনাপোলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুবৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরাধীদের দ্রুত আটক করার জোর দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। (১০ ই ডিসেম্বর) মঙ্গলবার ভোর রাতে প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ বোমা হামলা চালানো হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আ.লীগ সরকার ও তার অনুসারীরা দেশ ছাড়া হলেও তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে এ চক্রটি। বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ্য ধারার রাজনীতি চর্চা করে আসছে। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বর্পূণ ভুমিকা ছিল তার। তাকে হত্যার উদ্দেশ্যে আ.লীগের ষড়যন্ত্রকারীরা এ হামলা চালিয়েছে। এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এ কেন্দ্রীয় নেতা। এদিকে প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। জনগনের কল্যানে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকান্ডকে পছন্দ করছে না। তারা আমার বাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করছে। এরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে  বলেন, বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বস্ত করেন তিনি। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্র দলের সভাপতি মো:শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *