যশোরের বেনাপোল সিমান্তে জেলা ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার হয়েছে। শুক্রবার(৫ই জানুয়ারী) পুটখালি ইউনিয়নের বৃত্তি আচড়া গ্রাম থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলাধীন পুটখালি ইউনিয়নের বৃত্তি আচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির গোয়াল ঘরের সামনে বিচালির গাদার মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল গুলো নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন,বাড়ির মালিক জাহাঙ্গীর মোল্লা বর্তমানে পলাতক রয়েছে। তদন্ত কার্যক্রম ও যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।