যশোর জেলার বেনাপোলে অবস্থিত দেশের সবচেয়ে বড় স্থলবন্দরে সীমিত আকারে শুরু হয়েছে পন্য পরিবহন । আবারও জমে উঠতে শুরু করেছে বন্দরটি। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের এই অচলবস্থার পর থেকেই পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ বন্দরটি।
এই স্থলবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান। কার্গো, পরীক্ষণ, শুল্কায়ন, নিলাম সংঘটন, শুল্ক আদায়, পণ্যের আগমন-বহির্গমনের সঠিকতা যাচাই, সম্ভাব্য চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় এই স্থলবন্দরের নিত্যদিনের কাজ।
অবশেষে সীমিত আকারে শুরু হয়েছে আমদানিকৃত মালামালের পণ্য পরিবহণ। তবে রপ্তানির কাজ এখনো শুরু হয়নি। বেনাপোল কাস্টমস সিএন্ডএফ সূত্রে জানা যায়, রপ্তানি প্রক্রিয়া শুরু করার জন্য চেষ্টা চলছে। ১৬ জুন আমাদের সভায় বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: রেড জোনে সাধারণ ছুটি, অন্য স্থানে সীমিত রেখে প্রজ্ঞাপন আজ
কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের একাংশ জানায়, বন্দরের কার্যক্রম পুরোদমে চালু না হওয়ায় তারা অনেক কষ্ট করে দিনযাপন করছেন।
বন্দর কর্মকর্তাদের সূত্রে জানা যায়, অতি দ্রুতই বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন। আশা করা যায়, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাণ ফিরে পাবে দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি।