বাগেরহাটের চিতলমারী উপজেলায় কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর, ২০২৪) মতবিনিময় করেছেন। তারা শিক্ষার্থীদের সাথে আওয়ামী শাসনামলে উদ্দেশ্যমূলক শিক্ষা কারিকুলাম পরিবর্তনসহ শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন। বেলা ১১টার দিকে মহাবিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় হয়েছে। এরপর তারা নিহত অ্যাডভোকেট কালিদাস বড়ালের পৈত্রিক বসতবাড়িতে যান এবং নিহত কালিদাস বড়ালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি ওয়াহিদ উজ জামান, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সরদার নাদিম মাহমুদ শুভ, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আবু বক্কর খান, চিতলমারী কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায়, নিহত অ্যাডভোকেট কালিদাস বড়ালের ভাতিজা উদীয়মান যুবনেতা অ্যাডভোকেট অমিতাভ বড়াল, চিতলমারী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা-কর্মী এবং শিক্ষক মন্ডলীগণ।
বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি ওয়াহিদ উজ জামান বলেন, “আমরা গত ০৫ আগস্ট শেখ হাসিনা পলায়ন ও আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি। সেটা কিসের স্বাধীনতা? সেটা হল প্রশ্ন করার স্বাধীনতা। আর প্রশ্ন করতে হলে আগে নিজে জানতে হবে, লেখাপড়া করতে হবে- সত্যটাকে উদঘাটন করতে হবে। আমরা রাজধানী ঢাকায় বসে বসে গ্রামের চিত্র বুঝতে পারবো না। তাই গ্রাম থেকে শহর পর্যন্ত সকল মানুষের অবস্থা ও আকাঙ্খা জেনে বুঝে বাস্তবধর্মী সংস্কার করতে হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। ভবিষ্যতের বাংলাদেশ আমরা সুন্দরভাবে গড়তে চাই- যেখানে সকল মানুষের মানবাধিকার নিশ্চিত হবে।”