রাঙামাটির বাঘাইছড়িতে বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (৪৫) নামের এক যুবক আআত্মহত্যা করেছে। সে কাচালং মডেল টাউন বেইলি ব্রিজ এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে।
সোমবার (১৫ জুন) নিহত নুরুল ইসলামের স্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায় যে মে মাদকাসক্ত ছিল, এমনকি এর আগেও কয়েকবার ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।
এছাড়াও নুরুল ইসলামের স্ত্রী বলেন যে, তার শ্বশুর মৃত আঃ রাজ্জাকের মুক্তিযোদ্ধা সনদ বের করার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করে প্রায় ২ লক্ষ টাকা খরচ করেন। কিন্তু সেই টাকাগুলো সম্পুর্ন ধার করেছিলেন। কিছুদিন যাবৎ পাওনা টাকার জন্য চাপ দেওয়া হয় এ নিয়ে পরিবারের সাথে তার বিরোধ হয় বলে জানা যায়।
১৫ জুন রাতে পরিবারের সাথে মনমালিন্য হলে তিনি ভোর রাতে বাসা থেকে বেড়িয়ে যান। পরবর্তীতে সকালে বেইলি ব্রিজের সাথে তার মরদেহ দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: রেড জোনে সাধারণ ছুটি, অন্য স্থানে সীমিত রেখে প্রজ্ঞাপন আজ
বাঘাইছড়ির থানার ওসি এম এ মনজুর জানান, খবর পেয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।