ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে  বিজিবি সদস্য আটক

যশোরের বেনাপোল চেকপোষ্টে থেকে শাওন ঘোষ নামে বর্ডার গার্ড  বিজিবির এক সদস্যকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। রোববার (১১ আগস্ট) দুপুর ২ টায় বেনাপোল চেকপোষ্ট প্যাছেঞ্জার টার্মিনাল থেকে তাকে ধরা হয়। বিজিবি ব্যাটালিয়ন থেকে  ছুটি না নিয়ে সে গোঁপনে ভারতে যাচ্ছিল। আটক বিজিবি সদস্য ঝিনাইদাহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামরে বিধান ঘোষের ছেলে। সে ২১ ব্যাটালিয়ন বিজিবির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় পরিবহন ব্যবসায়ী জুয়েল জানান, তারা চেকপোষ্টে অবস্থান করছিল। ইমিগ্রেশন পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশে বাঁধা দিয়ে তাকে ফেরত দেয়। এসময় প্যাছেঞ্জার টার্মিনালের সামনে সন্দেহভাজন চলাফেরা দেখে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইল চেক করে। প্রথমে সে কৃষক ও পরে ছাত্রদলের কর্মী পরিচয় দেয়। এসময় ফেসবুক ঘেটে দেখা যায় চলমান পেক্ষাপটে  আ’লীগ সরকারের পক্ষে বিভিন্ন স্টাটার্স ও আ’লীগ নেতা-কর্মীদের সাথে তার ছবি তোলা রয়েছে। ধারণা করা হচ্ছে সে এসব ঘটনায় আতঙ্কিত হয়ে গাঁ ঢাকা দিতে ভারতে যাচ্ছিল।

আটক বিজিবি সদস্য শাওন ঘোষ প্রাথমিক জিজ্ঞাসায় বিজিবির কাছে জানায়, সে চিকিৎসার জন্য  ভারতে যাচ্ছিল। পুলিশ ও জনতার কাছে সে আতঙ্কিত হয়ে ভুলভাল বলেছে। তবে ছুটি না নিয়ে কেন যাচ্ছে বা মোবাইলে বিতর্কিত  এসব ছবি পোষ্ট করা নিয়ে কোন সদুত্তর দিতে পারেনি এ বিজিবি সদস্য।

এদিকে ভারতে পালানোর পথে আটক হয়েছে এমন খবর শুনে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, পৌর বিএনপির সেক্রেটারী আবু তাহের ভারত এবং গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে আসেন। আটক বিজিবি সদস্য ছাত্র আন্দোলনে কোন সহিংসতা বা বর্তমান সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত আছে কিনা বিজিবির কাছে তদন্ত সাপেক্ষে খোঁজ নেওয়ার অনুরোধ জানান বিএনপি নেতারা।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, জনতা তাকে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছে। তবে তার সাথে কেউ খারাপ আচরণ হয়নি। সে অনিয়ম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তাকে বিজিবি ব্যাটালিয়নে সোপর্দ করা হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন জানান, বর্তমান পরিস্থিতিতে মেডিকেল ভিসায় যাতায়াত স্বাভাবিক আছে। ট্যুরিষ্ট ও বিজনেস ভিসা যাচাই বাচাই করে খুব জরুরী হলে তাদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ, সাম্প্রতি ছাত্র আন্দোলনে সহিংসতার সাথে জড়িত অনেকে সীমান্ত ও ইমিগ্রেশন হয়ে ভারতে আশ্রয়ের জন্য পালাচ্ছে। যাতে কেউ পালাতে না পারে এজন্য ইমিগ্রেশনে পুলিশের পাশাপাশি বিজিবি ও সরকারের বিভিন্ন গোয়ন্দা সংস্থা সীমান্তে নজরদারি জোরদার করেছে। দুদিন আগে ভারতে পালানোর সময় সজিব হালদার নামে এক ছাত্রলীগ নেতা আটক হয় বিজিবির  হাতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *