
নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া ম্যাশের নিজের শরীরে এখন করোনা শনাক্ত হয়েছে। এই মুহূর্তে ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন মাশরাফি।
রোববার (২১ জুন) দুপুরে নড়াইল শহরের আটটি এবং তুলারামপুর ইউনিয়নে একটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করছেন নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মাসুম জুলহাস ববি।
বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের এই নেতা জানান নড়াইলের মানুষকে নিরাপদ রাখতে রাখতে নিজেই অনিরাপদ হয়ে গেলেন মাশরাফি। করোনার শুরু থেকেই প্রিয় জন্মভূমি নড়াইলের মানুষের কথা চিন্তা করে প্রথম সারির যোদ্ধা হয়ে কাজ করে যাচ্ছেন মানবিক এই মানুষটি। নিজে ঘরে বসে না থেকে ছুটে গিয়েছেন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে।