মাগুরা পৌরসভায় বুধবার (১৭ জুন) দুপুরে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মেয়র খুরশিদ হায়দার টুটুল ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। পৌরসভার সম্মেলন কক্ষে কাউন্সিলর, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি এবং সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই বাজেট ঘোষণা করেন।
গত ২০১৯-২০ অর্থ বছরে মাগুরা পৌরসভার জন্যে ১০০ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। এ বছরের ঘোষিত বাজেট তার অর্ধেক প্রায়।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম, পৌরসভার সচিব রেজাউল করিমসহ অন্যরা বাজেটের ওপর বক্তব্য দেন।