মাদারীপুর জেলার শিবচরে নামাজরত অবস্থায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।আজ শনিবার শিবচর উপজেলার পৌরসভার ০৩ নং ওয়ার্ডের শিবরায়ের কান্দি মাগরিবের নামাজ পড়ার সময় ছালাম কাজী (৫০) নামের এক ব্যাক্তির পায়ে বিষধর সাপে কামড় দেয় ।
স্থানীয়রা জানায়, নামাজরত অবস্থায় সাপের কামড়ে ছালাম চিৎকার করে উঠলে রাড়ির লোকেরা ধরাধরি করে প্রথমে তাকে চরশামাইল রাস্তার মাথা নামক স্থানে এক ওঝার কাছে নিয়ে বিষ নামানো হয় । বিষ নামানোর কিছুক্ষন পরেই তার শারীরিক অবস্থা অবনতি হলে ওই ওঝা ছালাম কাজিকে দ্রুত হসপিটালে নেয়ার জন্য বলে।পরে তাকে দ্রুত শিবচর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মৃতের পরিবারের সদস্যদের মধ্যে শোকার্ত অবস্থা বিরাজ করে।
পরে তাকে বাড়িতে এনে আবার ওঝা দিয়ে বাদ্দ যন্ত্র বাজিয়ে আদি যুগের কায়দায় প্রায় ৫-৬ ঘন্টা চেষ্টা করে বাঁচাতে বার্থ হয় ওঝা ।