মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা শিবচরে শোডাউন করেছেন । সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অনুসারীরা কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার বাড়িতে আসতে শুরু করে এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে বহু বছর পর এক মিলন মেলায় রুপ নেয়। বুধবার সকাল থেকেই শিবচরের নেতাকর্মীরা তার আসার কথা শুনে তাকে শুভেচ্ছা জানানোর জন্য পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন নাওডোবা গোলচত্বরে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেয়। পরে তিনি ঢাকা থেকে শিবচরে আসার পরে দুপুর ১ ঘটিকার সময় শিবচরের প্রধান প্রধান সড়কে তাঁকে নিয়ে বড় শোডাউন দেয় অনুসারীরা। শোডাউনের শেষে তিনি বলেন বিগত ১৫ বছর বিভিন্ন অহেতুক মিথ্যে হামলা মামলার কারনে জন্ম ভূমী শিবচরে আসতে পারিনি আজ আমি এসেছি কিন্তু তারা আজ কোথায় ? যাদের জন্য আমাকে দেশ ছাড়তে হয়েছিল। আজ তারা সবাই দেশ ছেড়ে পালিয়েছে।
সম্প্রীতি সমাবেশে তিনি দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় নস্যাৎ করতে এখনও নানা ষড়যন্ত্র চলছে। একটি চক্র হামলা-লুটপাট করে আন্দোলন প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।