আজ শুক্রবার মাদারীপুর জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ৪৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে করোনা-শনাক্ত হয়েছে ১১ জন।
আক্রান্তদের মধ্যে মাদারীপুর সদর-এ ৭ জন । এর মধ্যে মাদারীপুর পৌর এলাকায় ৩ জন এবং পৌর এলাকার বাইরে পাঁচখোলা ইউনিয়নে ১ জন ও চরপুটিয়ায় ৩ জন সনাক্ত হয়েছে ।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুজনের বাড়ি যথাক্রমে গোপালপুর ও লক্ষীপুরে। মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে ।
এছাড়া, জেলার শিবচর উপজেলার পৌর এলাকার গুয়াতলায় ১ জন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্যবিভাগ ।
এ পর্যন্ত মাদারীপুর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১০০ জন। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী সুস্থ হয়নি।
জেলায় এ পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৩ জন, চিকিৎসাধীন আছেন ৩৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা প্রেরণ করা হয়েছিল ২৬২টি। এ পর্যন্ত মোট নমুনা প্রেরণ করা হয়েছে ২১৮৯টি।
গত ৪৪ ঘণ্টায় ফলাফল পাওয়া গেছে ১৭০টি; মোট প্রাপ্ত ফলাফল ১৮৮২টি।