মাদারীপুর জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৭ জন


আজ শনিবার মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ জন।
এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১ জন, রাজৈর উপজেলায় ২৩, শিবচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৭ জন এবং কালকিনি উপজেলায় রয়েছেন ১৬ জন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
এ পর্যন্ত মাদারীপুর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৫০ জন। এই জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন ১৬২ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৫ জন।
এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৯৭ জন, শিবচর উপজেলায় ৬৪ জন, রাজৈর উপজেলায় ১১৩ জন এবং কালকিনি উপজেলায় ৭৬ জন।