এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১ জন, রাজৈর উপজেলায় ২৩, শিবচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৭ জন এবং কালকিনি উপজেলায় রয়েছেন ১৬ জন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
এ পর্যন্ত মাদারীপুর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৫০ জন। এই জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন ১৬২ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৫ জন।
এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৯৭ জন, শিবচর উপজেলায় ৬৪ জন, রাজৈর উপজেলায় ১১৩ জন এবং কালকিনি উপজেলায় ৭৬ জন।