আজ মঙ্গলবার মাদারীপুর জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে দুই পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছে ২৬ জন।
এর মধ্যে মাদারীপুর সদরে ১১ জন , কালকিনি উপজেলায় ৮ জন, রাজৈর উপজেলায় ২জন এবং শিবচর উপজেলায় দুই পুলিশ সদস্যসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এলাকাভিত্তিক তথ্য:
- মাদারীপুর সদর উপজেলার দুধখালী , মিঠাপুর, চরকুলপদ্দি, দুর্গাবর্দী, মহিষেরচর ও বোয়ালিয়া এলাকায় ১১জন সনাক্ত হয়েছে ।
- কালকিনি উপজেলার পৌর এলাকায় ৩ জন, সাহেবরামপুর ২ জন, লক্ষীপুর ২ জন ও মজিদবাড়ি এলাকায় ১ জন; মোট ৮ জন আক্রান্ত হয়েছে।
- জেলার রাজৈর উপজেলার আমগ্রামে ২ জন আক্রান্ত হয়েছে ।
- জেলার শিবচর উপজেলায় দুই পুলিশ সদস্যসহ ৫ জন আক্রান্ত হওয়া এলাকাগুলো হলো চারশ্যামাইলে ১ জন, চরজানাজাতে ১ জন ,কুতুবপুরে ১ জন এবং শিবচর থানাধীন কুতুবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ২ পুলিশ কনেস্টেবল আক্রান্ত হয়েছেন।
এসব হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্যবিভাগ ।
এই পর্যন্ত মাদারীপুর জেলায় মোট করোনা রুগী শনাক্ত হয়েছে ১৪৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩৮ জন , রাজৈর উপজেলায় ৫২ জন , কালকিনি উপজেলায় ২৫ জন ও শিবচর উপজেলায় ৩৪ জন শনাক্ত হয়েছে ।
এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী সুস্থ হননি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭১ জন । চিকিৎসাধীন আছেন ৪৯ জন ।
মাদারীপুর সদর উপজেলায় আক্রান্ত ১ জনের অসচেতনতার কারণে তাকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়নি। তাকে চিকিৎসার আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে ।
এ জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা প্রেরণ নেই । মোট নমুনা প্রেরণ করা হয়েছিল ২৭১৬ টি। গত ২৪ ঘণ্টায় ফলাফল পাওয়া গেছে ২১৭টি । এ পর্যন্ত মোট প্রাপ্ত ফলাফল ২৩৪৩ টি।