মিঠাপুকুরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উদযাপন

রংপুরের মিঠাপুকুর উপজেলা শিশু একাডেমির চত্বরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১২ রবিউল আউয়াল-১৪৪৬) হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি উপজেলা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এমএ আব্দুল ওয়াহেদ (সুমন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামাতের সেক্রেটারি এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান টিটুল (লট), মিঠাপুকুর মডেল মসজিদের খতিব বেলাল আহম্মেদ, মিঠাপুকুর থানার এসআই মনিবুর রহমান, বাংলাদেশ ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ, উপজেলা শিশু একাডেমির চিত্র অঙ্কন প্রশিক্ষক আখলাকুর রহমার, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মিলন সরকার।পরে ক্বেরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *