রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে সাপের কামড়ে এক মসজিদের মোয়াজ্জিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি ১১নং বড়বালা ইউনিয়নের “ছড়ান শালিকাদহ জামে মসজিদের” মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। নিহত মোয়াজ্জিনের নাম হাফেজ মোঃ হাসিবুল ইসলাম (৩০)। তিনি ১১নং বড়বালা ইউনিয়নের শালিকাদহ (ডাঙ্গরির পাড়া) গ্রামের বাসিন্দা মোঃ রইচ উদ্দিনের ছোট ছেলে।
স্থানীয় বাসিন্দা মোঃ ফারুক হোসেন জানান, বুধবার, (৩১ জুলাই, ২০২৪) রাত আনুমানিক ২ ঘটিকার দিকে হাফেজ মোঃ হাসিবুল ইসলাম তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মারে। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মৃত্যু বরন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।