করোনাভাইরাস ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী এখনো ডিপ কোমায় রয়েছেন।
সোমবার সন্ধ্যায় মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় সমকালকে বলেন, তার বাবা এখনও ডিপ কোমায় রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ নিচ্ছেন তারা।
মোহাম্মদ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে সোমবারও মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তারাও এখনো তার সুস্থতার বিষয়ে এখনো কিছু বলা যাবে না বলে জানিয়েছেন।