
মেহেদী হাসান রাজু: বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম শনিবার সকাল ১১ টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন। একই দিনে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে মারা যান তিনি। গতকাল আরও মারা যান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার। তিনি করোনা পজিটিভ ছিলেন।
সামসময়িক সময়ে ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রীসহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ দেহ ত্যাগ করেন। যা আওয়ামী লীগের জন্য বড় ধরণের ধাক্কা বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকেরা।
গত ২৪ মে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি হাজী মকবুল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ১ জুন করোনায় মৃত্যুবরন করেন কক্সবাজারে আওয়ামী লীগ নেতা মাহমুদুল করিম।
৪ জুন রাতে পরলোকগমন করেন ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান বাচ্চু।
করোনায় ঢাকার শেরেবাংলা নগর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন খান মারা যান গত ৮ জুন। এর ঠিক একদিন পর ৯ জুন মঙ্গলবার সকালে মারা যান বায়োজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির।
আরও পড়ুন: চলে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ
এছাড়া কুমিল্লা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, বগুড়া, নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি জেলা উপজেলায় আরও অন্তত ১৪ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সর্ব শেষ মৃত্যুর তালিকায় যুক্ত হলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। তিনি গত ৭ জুন রাজধানীর একটি হাসপাতালে মারা যান।