মার্কিন নাগরিক রিক হাবার্ড যুক্তরাষ্ট্রে থেকে সিসি ক্যামেরার মাধ্যমে রাজধানীর গুলশানের বাসা দেখভাল করেন।
গত শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে বাসায় চোর ঢোকার দৃশ্য সিসি ক্যামেরায় দেখে এক সহকর্মীকে জানান মার্কিন সেই নাগরিক।
ওই সহকর্মী বিষয়টি সঙ্গে সঙ্গে গুলশান থানা পুলিশকে জানান। এরপরই পুলিশ ছুটে গিয়ে বাড়িটির চারদিক ঘিরে ফেলে।বাড়িটির দোতলা থেকে মাসুম নামে এক তরুণকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গুলশানের ৭৯ নম্বর সড়কের ১৫ নম্বর ওই বাড়িতে চুরি করতে এসেছিল মাসুম। মাসুম পেশাদার চোর। আগেও চুরির ঘটনায় একাধিকবার গ্রেফতার হয় সে। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তবে ঢাকায় ভাসমান জীবনযাপন করে। মাসুম শনিবার রাতে ওই বাড়ির দোতলায় ঢোকে চুরি করতে। গ্রিল কেটে ওই বাসায় ঢুকে পড়ে। এ দৃশ্য আমেরিকায় বসে সিসি ক্যামেরায় দেখেন বাসাটির ভাড়াটে মার্কিন ওই নাগরিক। সিসি ক্যামেরার ডিভাইসের সঙ্গে তার মোবাইল ফোনের সংযোগ দেয়া আছে। তিনি বাংলাদেশের নর্থ অ্যান্ড কফি রেস্টুরেন্টের মালিক।