রংপুরের মিঠাপুকুরে পুকুর খননের সময় পাওয়া গেছে প্রাচীনকালের একটি মূর্তি। বুধবার (২৪ এপ্রিল) দুপরে উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, বুধবার সকালে জয়ন্তীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোশাররফ হোসেনের পুকুরের খনন কাজ শুরু করে শ্রমিকরা। এসময় একটি মূর্তিটি দেখতে পায় তারা। মূর্তিটির উপরের অংশ ভাঙা এবং কালচে রঙের ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ এটি দেখার জন্য ভীড় করে। পরে মিঠাপুকুর থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর ইউনিয়নের বিট অফিসার জামিউল ইসলাম জানান, মূর্তিটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে, মূর্তিটির অনেক অংশ ভাঙা থাকায় এটি কোন দেবতার মূর্তি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।