রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায়  আ.লীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা পরিকল্পনা এবং অর্থ জোগানের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পাঁচ মাসে এক হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো

সোমবার (৩ ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম ও অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাকিব মেহেমুদ আপেল, পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান কাজি, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর সরকার, সদস্য শরিফুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কুড়িগ্রামের কচাকাটার বল্লবেরঘাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাকি খন্দকার ও যুবলীগের কোষাধ্যক্ষ জোয়াদ্দার আব্দুল খালেক, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতাপ চক্রবর্তী, কুড়িগ্রাম জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মকিমুল ইসলাম।
মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাজনিন সুলতান নাজলি, রাজারহাটের ছিনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, রৌমারীর যাদুচর ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুল হাকিম, শৌলমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিন, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর আব্দুর রশিদ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, সাতনালা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সদস্য নুরজ্জামান নুর ও সদস্য লুৎফর রহমান, বিরল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মতি লাল সরকার, পার্বতীপুর পৌরসভার যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন সরকার, দিনাজপুর সদর উপজেলা ভোগনগর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *