সেভিয়ার হোম গ্রাউন্ড র্যামন সাঞ্চেজ পার্কে গোল শূণ্য ড্র করলো বার্সেলোনা। যার প্রেক্ষিতে অপেক্ষা বাড়লো আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০তম গোল থেকে মাত্র একটি গোল দূরে রেকর্ড ছয়বারের বিশ্বসেরা হওয়া এই ফুটবলার।
সেভিয়ার মাঠেই তা পূর্ণ হবে বলে জোর ধারণা ছিল। কিন্তু আশানুরূপ জ্বলতে পারলেন না তিনি। ফলে লা লিগায় শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে বার্সেলোনা।
শুক্রবার রাতের ম্যাচের প্রথমার্ধ জুড়েই ছিল বার্সেলোনার আধিপত্য। এই সময়ে দুবার ফ্রি-কিক নিয়েও জালের দেখা পাননি চলতি লা লিগায় সবচেয়ে বেশি গোলদাতা মেসি। অল্পের জন্য লক্ষ্য মিস হয় সেভিয়া থেকে আসা বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচের। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার খানিক আগে উদ্বেগ বাড়ে অতিথি শিবিরে।
সুয়ারেসকে অহেতুক ফাউল করায় সেভিয়ার দিয়েগো কার্লোসকে ধাক্কা দিয়ে ফেলে দেন মেসি। এই ঘটনায় অবশ্য কোনো শাস্তি পাননি মেসি।
বিরতির পর ছন্দে ফেরে স্বাগতিক সেভিয়া। লুকাস ওকাম্পোস ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি।
বিরতির পর অসাধারণ একটি সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। তার জোরালো শটটি লাগে গোল বারে।
লিগে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৫২ পয়েন্ট অর্জন কর ৩য় স্থানে সেভিয়া থাকলেও এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্টের বিনিময়ে টেবিলের ২য় স্থানে জিদানের রিয়াল মাদ্রিদ।