লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ উল্লাহ করোনায় প্রাণ হারালেন।
রবিবার (২১ জুন) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর পারিবারিকসূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর পাশাপাশি ইছাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
স্থাস্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে হাসপাতালে নিলে তার করোনা পজিটিভ ফলাফল আসে।
অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে রবিবার ভোরে তার মৃত্যু হয়।
করোনার শোচনীয় পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসিছিলেন তিনি।
ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহের মৃত্যুতে রামগঞ্জ পৌরসভার মেয়র এবং বিশিষ্টজনরা গভীরভাবে শোক প্রকাশ করেন।