লালন শাহের আখড়া বাড়ী পৈলানপুরে ২ দিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠান

ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়নের পৈলানপুরে অবস্থিত অসাম্প্রদায়িক মানবধর্ম প্রতিষ্ঠান লালন শাহের আখড়া বাড়ী প্রাঙ্গণে ২ দিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাউল গানের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যডভোকেট আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম শাহীন, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, ১১ নম্বর পদ্মাকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, ১২ নম্বর দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া কাজল, ১ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাযহারুল হক (আকরোট) মুন্সি, ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কবির হোসেন, এপিপি মাগুরা জর্জ কোর্ট এ্যডভোকেট আবু সাম শ্রাবন, ঝিনাইদহ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আরতী দত্ত। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন মকবুল হোসেন লিকু, সাধারণ সম্পাদক লালন পরিষদ পৈলানপুর, ঝিনাইদহ। সভাপতিত্ব করেন মোঃ ওবায়দুর রহমান, সভাপতি লালন পরিষদ পৈলানপুর ঝিনাইদহ।

মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠান সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পীগন বাউল সংগীত পরিবেশন করেন। এছাড়াও বুধবার রাতে পালা গানের আয়োজন করা হয়।

লালন পরিষদ পৈলানপুর ঝিনাইদহ এর সাধারণ সম্পাদক মকবুল হোসেন লিকু বলন, আমরা আপনাদের সকলের সহযোগীতায় বিগত বছরের ন্যায় এ বছরও দুই দিন ব্যাপী বাউল গানের আয়োজন করেছি। আগামী বছর যেন আরো বড় পরিসরে এ আয়োজন করতে পারি সে বিষয়ে সকলের সহযোগীতা একান্ত কাম্য।

মর্নিংনিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *