লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিনের ছোটো ভাই মনজুর হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিরার দুপুরে তাকে ওই ইউনিয়নের জাওরানী বাজার থেকে গ্রেপ্তার করেন হাতিবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
মনজুর হেলাল ওই এলাকার পেয়ার বকসির পুত্র বলে জানা গেছে।
হাতিবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, গত ১৬ মে নুরুজ্জামান নামে এক যুবককে জাওরানী বাজার থেকে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ছোটভাই মনজুর হেলাল ও ছেলে জাহাঙ্গীরসহ কয়েকজন। তাকে চেয়ারম্যানের বাড়িতে একটি রুমে আটকে রেখে নিযার্তন করা হয়। পরে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন তারা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আটক নুরুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই যুবককে নিযার্তনের ঘটনায় ১টি এবং ইয়াবা দিয়ে ওই যুবককে ফাঁসানোর চেষ্টায় ১টি মামলা দায়ের হয় হাতিবান্ধা থানায়। পুলিশ ওই দুই মামলায় মনজুর হেলালকে গ্রেপ্তার করে।