লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পিকআপ ভ্যান উল্টে সুবোল চন্দ্র রায় (৫২) নামে এক নির্মাণ শ্রমিক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় পিকআপ ভ্যানে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক সুবল চন্দ্র রায় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া এলাকার মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ করছিলেন। নির্মাণ কাজ শেষ করে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য শচীন মেম্বারের বাড়ির এলাকায় পিকআপ ভ্যানটি উল্টে গর্তে পড়ে যায়। পরে সুবল চন্দ্র রায়সহ আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নির্মাণ শ্রমিক সুবল চন্দ্র মারা যায়।
এদিকে, ওই পিকআপে থাকা আহত তিন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হলে রাত ১০ টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
ইউপি সদস্য আবু সাঈদ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শ্রমিকের পরিবাররের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।