যশোরের শার্শায় দাফনের ২ মাস পর আদালতের নির্দেশে তাসলিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার ৩০ অক্টোবর বেলা ১২ টার সময় উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। তাসলিমা আমলাই গ্রামের নূর আহম্মেদের স্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শহিদুল ইসলাম সহ পুলিশের একটি টিম। উল্লেখ্য যে, গত ২৬ শে আগষ্ট ফযরের নামাজের জন্য ভোরে মসজিদে যায় তসলিমার স্বামী নুর আহমেদ। নামাজ শেষে মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময় শেষে বাড়ি এসে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। পরে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখে সে খাটের উপর এক পা নিচে এক পা উপরে দিয়ে উপুড় হয়ে এবং মাথায় পিছনে উপর একটি বালিশ দিয়ে পড়ে আছে। পরে মাথা থেকে বালিশ সরিয়ে দেখে মাথায় একটি আঘাতের ক্ষত চিহ্ন। এসময় তাকে উল্টায়ে দেখে মুখমন্ডলে রক্ত নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং জিব একটু বের হয়ে আছে। তখন নুর আহম্মেদ চিৎকার করলে প্রতিবেশীর ছুটে এসে দেখে যে মারা গেছে। পরে পরিবারের চাপে পড়ে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তাকে দাফন করা হয়। পরে তিনি স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় এটা হত্যা এবং হত্যাকারী তার আপন দুই ভাইপোর নাম উল্লেখ করে স্বামী নুর আহম্মেদ আদালতে মামলা করলে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালত নির্দেশ দেন।
Related Posts
শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহান হোসেন(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহান শার্শার উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার সোহান ঐ স্কুল ছাত্রীকে বিয়ে করবে বলে মিথ্যা প্রলোভনে তার নানা বাড়ি নিয়ে যায়। সেখানে মেয়েটিকে রাতে তার নানা বাড়িতে রেখে জোর পূর্বক […]
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ০৫
যশোরের শার্শায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ মোট পরোয়ানাভুক্ত ০৫ (পাঁচ) জন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী- মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত মজিবর রহমান, সাং-সমন্ধকাঠী, থানা-শার্শা। আসামী- আনিছ সরদার, পিতা-রহিম বকস সরদার, সাং-অগ্রভুলট (দক্ষিনপাড়া)। আসামী মোহাম্মদ আলী নেদু, পিতা-মৃত ওহাব শেখ, সাং-নাভারণ রেলবাজার, থানা-শার্শা, জেলা-যশোর। মোঃ মিলন গাজী, পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-অগ্রভুলট, থানা-শার্শা, […]
চিতলমারীতে ছুরিকাঘাতে বৃদ্ধ হত্যা!
বাগেরহাটের চিতলমারীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে এক চা’ দোকানীকে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে চা দোকানী ক্ষীতিশ গাইন (৬৫) এর সাথে একই গ্রামের সেকেল উদ্দীনের ছেলে সকিনুর শেখ (৪২) এর জমি ক্রয় সংক্রান্ত […]