যশোরের শার্শায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৯ জানুয়ারী)বিকালে শার্শা বিএনপির কার্যালয়ের সামনে থানা ও বেনাপোল পৌর বিএনপির আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের শুভ সুচনা হয়। শার্শা থানা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির।নএ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভরত,উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দীন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ খান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।
শার্শায় জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও স্বরণ সভা
