ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০মে) সকালে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা তথ্য আপা প্রমিলা রানী রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান- ই-গুলশান প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা নারীর ক্ষমতায়ন, উঠান বৈঠকের গুরুত্ব সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।