বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উৎযাপন উপলক্ষে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দোয়া, স্মরণ সভা ও ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করে দিবসটি পালন করেছে। সোমবার বিকালে নাভারণ বাজারে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। অন্যান্যদের বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,, আসাদুজ্জামান সাগর, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, শার্শা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, মামুন- অর রশিদ ও মোহাম্মদ আলী, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির খান কনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম, মোখলেছুর রহমান, বাকি বিল্লাহ ও রাজবুল হাসান রাজ প্রমুখ। প্রিয় নেতা তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে প্রাণ প্রিয় নেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নাভারণ জামে মসজিদের ঈমাম আব্দুস ছামাদ কাশেমী। এদিকে উপজেলা ছাত্রদল শিক্ষা উপকরণ বিতরণ ও উপজেলা কৃষকদল প্রাণ প্রিয় নেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান করেছে।
Related Posts
বিএনপির কমিটি গঠন নির্বাচনে, শার্শার লক্ষণপুর ইউনিয়ন
যশোরের শার্শার উৎসব মুখর পরিবেশে লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষণপুর স্কুলে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট সংখ্যা ৮ সভাপতি পদে আহসান হাবিব খোকন ৩৫০ পেয়েছেন। […]
বিএনপি গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপের পথে প্রধান বাধা: সেতুমন্ত্রী
বিএনপিকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের পথে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্থানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে। কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ […]
শার্শার পুটখালী ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচারণা
শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পুটখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ সংসদীয় আসন-৮৫ (যশোর-১) শার্শায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসাবে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। উক্ত […]