শার্শায় প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উৎযাপন উপলক্ষে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দোয়া, স্মরণ সভা ও ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করে দিবসটি পালন করেছে। সোমবার বিকালে নাভারণ বাজারে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। অন্যান্যদের বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,, আসাদুজ্জামান সাগর, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, শার্শা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, মামুন- অর রশিদ ও মোহাম্মদ আলী, শার্শা উপজেলা  কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির খান কনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জনি  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম, মোখলেছুর রহমান,  বাকি বিল্লাহ ও রাজবুল হাসান রাজ প্রমুখ। প্রিয় নেতা তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ   সভায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে প্রাণ প্রিয় নেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নাভারণ জামে মসজিদের ঈমাম আব্দুস ছামাদ কাশেমী। এদিকে উপজেলা ছাত্রদল শিক্ষা উপকরণ বিতরণ ও উপজেলা কৃষকদল প্রাণ প্রিয় নেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *