যশোরের শার্শা থানার নাভারন বুরুজবাগান গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রায়হানকে(৩১) গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১৭ এপ্রিল) বুরুজবাগান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান যশোরের শার্শা থানার যাদবপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র্যাব জানায়, গ্রেপ্তার আসামি রায়হান ২০১৭ সালের ৮মে ৫০০গ্রাম হেরোইনসহ শার্শা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়। মামলায় গ্রেপ্তার আসামি প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে এসে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর আদালত আসামি রায়হানের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। শার্শা থানাকে আসামিকে গ্রেপ্তার করতে আদালত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, রায়হানকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।