শার্শার কায়বা ইউনিয়নের ঠাঙামারি ও গোমর বিলে সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দীর্ঘ ৩০বছর পর যশোর শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন তার নিজস্ব অর্থায়নে কায়বা ইউনিয়নের ঠ্যাঙামারি ও গোমর বিলে সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন পূর্বক কৃষক সমাবেশ ও নিজে হাতে বোরো ধান রোপন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বিএডিসি যশোরের ইন্জিনিয়ার মিলন হোসাইন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু, শার্শা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির উদ্দীন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু।