এই মাসেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের প্রোডাকশন হাউসের নতুন সিরিজ় ‘বেতাল’। ট্রেলার মুক্তির পর থেকেই তা আলোড়ন ফেলেছে নেট-দুনিয়ায়। আর এই সিরিজ়ের প্রচারের জন্য অভিনব আইডিয়া নিয়ে হাজির কিং খান। ভক্তদের বাড়িতেই হরর ফিল্ম শুট করার আবেদন জানিয়েছেন শাহরুখ। অনেক সময়েই বাড়ির আনাচেকানাচে ভূতুড়ে আলোছায়া খেলা করে। বাড়ির স্টোর রুমে বা খাটের তলায় অনেক পুরনো জিনিস পড়ে থাকে, যা স্পুকি আইটেম হিসেবে ব্যবহার করা যায়, বলে টিপ্সও দিয়েছেন অভিনেতা।
এমন ভূতের ছবি শুট করে পাঠাতে হবে শাহরুখকে। সেই সব ছবির মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা তিন। তাঁদের সঙ্গে ভিডিও কলে কথাও বলবেন শাহরুখ। এর মাঝেই তিনি নিজেও নিজের বাড়িতে একটি ভূতুড়ে ছবি শুট করবেন বলে জানিয়েছেন।