মাদারীপুরের শিবচরে উপজেলা ছাত্রদল ও বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হেলিপোর্ট মাঠ সংলগ্ন নাবিলা চৌধুরীর বাসা থেকে মিছিলটি শুরু হয় এবং শিবচর বাজার ও ৭১ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিবচর বাজারে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিএনপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির আহবায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: শামীম চৌধুরী, শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি তুরাগ খান, এবং জাহিদ হাসান। বক্তারা বলেন, “কোনো ব্যক্তির পারিবারিক শোককে রাষ্ট্রীয় শোক বানানো যায় না। আওয়ামীলীগকে আজ সারাদিন কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। “পরে মিছিলটি পুনরায় নাবিলা চৌধুরীর বাসায় গিয়ে শেষ হয়। বক্তারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।