মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় রেলওয়ে যন্ত্রাংশ চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ভোরে পদ্মা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশনের ইলেকট্রিক মিস্ত্রি মো. মানিক মিয়া প্রথমে চুরির ঘটনা টের পান। দীর্ঘদিন ধরে স্টেশন এলাকা থেকে রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনা ঘটছিল। শিবচর থানায় এ সংক্রান্ত ৮-১০টি অভিযোগ ও দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকার দুলাল মিয়ার ছেলে তুষার আলী (১৯) এবং একই এলাকার জহির বেপারীর ছেলে বাপ্পি হোসেন (২০)।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, “বিগত কয়েক মাস ধরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। চোরচক্রটি পেশাদার এসি মিস্ত্রি পরিচয়ে কাজ করে এবং সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। এর আগেও তাদের বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”