ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি ৭৩ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী জাহিদুন্নবী কালু ৭৫ হাজার ২৭ ভোটে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দী শাকিল আহাম্মেদ তালা প্রতীকে ৫০৪২০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হাঁস প্রতীকের প্রার্থী আফরোজা নাসরিন লিপি ৭৩ হাজার ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী রাফেজা খাতুন ৫৯ হাজার ৬১ ভোট পেয়েছেন।
শৈলকুপা উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, এই উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ লাখ ১০ হাজার ৩০২ জন ভোটার থাকলেও ভোট পড়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৭৬ ভোট যা শতকরা হার ৪৮.১৪।ভোটাররা সকাল ৮টা থেকেবিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১২১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।