ত্রান নয়, টেকসই বেড়িবাধ চাই এমন দাবীকে সামনে রেখেই সাতক্ষীরার উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (২১ জুন) দুপুরে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ৪০টিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ সদস্য অংশ নেন।
এসময় বক্তারা বলেন, আইলা থেকে আম্ফান ১১ বছর অতিবাহিত হলেও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যত কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। ফলে সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানে সাতক্ষীরা উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আম্ফানের প্রভাবে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার পরিবার। তাই ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে উপকূলের মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবে। অবিলম্বে উপকূলের মানুষকে রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির ঢাকা জোনের সভাপতি আমানুল্লাহ আমান, স্টুডেন্টস কেয়ার সোসাইটির সভাপতি হাবিবুল্লাহ আল-মামুন, গাবুরা আইডিয়াল ক্লাবের সভাপতি গাজী আব্দুল কাদের, গাবুরা রক্তদান সংস্থার সমন্বয়ক সালাউদ্দীন সান্নু প্রমুখ