সরকার গঠন করলে উন্নয়নে পার্বত্যাঞ্চলের চিত্র পাল্টে দিবে আওয়ামী লীগঃ নাইক্ষ্যংছড়িতে মন্ত্রী বীর বাহাদুর

সরকার

সরকার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আগামিতে আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করলে উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের চিত্র পাল্টে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পার্বত্য মন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশের পার্বত্য এলাকার মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। দেশের সামাজিক ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন পার্বত্য মন্ত্রী।

বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং আগামীতেও দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিচিতি পাবে। তাই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *