জাতীয় দলের সাবেক ফুটবলার এস এম সালাউদ্দিন আহম্মেদ মারা গেছেন। রবিবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর।
সালাউদ্দিন একইসাথে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি ও গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি ছিলেন। এস এম সালাউদ্দিনের শ্যালক মাসুদ রানা জানান, ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে সালাউদ্দিন মৃত্যুবরণ করেন। তবে অন্য একটি সূত্র জানায়, সালাউদ্দিন কয়েক দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।