সিজারের পরে পেটে গজ রেখে সেলাই

যশোরের ঝিকরগাছায় সিজারিয়ান অপরেশনের সময় মুসলিমা খাতুন(২৮) নামে এক রোগীর পেটে গজ (মপ) রেখে সেলাই করে দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বাঁকড়ায় মারুফ হোসেনের পরিচালিত সায়েরা ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে পুণরায় অপারেশন করে ওই রোগীর পেট থেকে গজ (মপ) অপসারণ করেন চিকিৎসকরা। ভুক্তভোগী মুসলিমা খাতুন বাঁকড়ার উজ্জলপুর গ্রামের মিজানুর রহমান স্ত্রী।তথ্য অনুসন্ধানে জানা যায়, সিজারিয়ান সমস্যা নিয়ে গত ১৪ই নভেম্বর স্ত্রীকে নিয়ে বাঁকড়া টু ঝিকরগাছা সড়কে অবস্থিত ফারুফ হোসেনের পরিচালিত সায়েরা ক্লিনিকে ভর্তি করেন মিজানুর রহমান। ঐ দিনই ডা: নাইমুর রহমান সিজারিয়ানের মাধ্যমে একটি সন্তান প্রসব করান। মুসলিমা খাতুনের স্বামীর অভিযোগ, সিজারিয়ান অপরেশন কালে ঐ চিকিৎসক ভেতরে একটি গজ রেখে বাইরে থেকে সেলাই করে দেন। কিছুদিন পরে রোগীর ঐ স্থানে ব্যথা হতে থাকে এমনকি ঐ স্থানে পচন ধরতে শুরু করে। পরে সায়েরা ক্লিনিকের কর্মরত চিকিৎসককে জানালে গজ রেখে সেলাই করে দেওয়ার বিষয়টি তিনি অকপটে স্বীকার করেন। এদিকে ক্লিনিকের পরিচালক মারুফ হাসানও বিষয়টি স্বীকার করে বলেন, অপরেশনের সময় দুটি গজ ছিলো। একটি গজ বের করা হলেও ভুলে অপরটি ভেতরেই রয়ে যায়। এটা হয়তো ভুলে হয়েছে। রোগিরা সমস্যা নিয়ে আমার এখানে আসলেও তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে তিনি জানান। এদিকে উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে এক প্রকার বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। উর্ধতন কতৃপক্ষের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ক্লিনিকটি বন্ধ সহ ক্ষতিপূরণ দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ বিষয়ে চিকিৎসক ডা: নাইমুর রহমান জানান, রোগীর পেটে মপ থাকাটা রহস্যজনক বলে আমার মনে হচ্ছে। এ যশোর সিভিল সার্জন যশোোর বিপ্লব কান্তি জানান, ঘটনাটি খুবই দু:খজনক। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মর্নিং নিউজ/আই/শাশি

 

Spread the love

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

Next Post

যশোরের ডিভিশন ক্রিকেটের নতুন চমক রাইসুল রনি

মঙ্গল জানু ২৪ , ২০২৩
যশোরের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর হল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয় শামসুল হুদা স্টেডিয়াম, যশোর। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এই লীগের খেলা এবং দুইটি ম্যাচ সম্পন্ন হয়েছে সফল ভাবে। ১২টি দলের নিজেদের পছন্দমত সেরা ক্রিকেটারদের কে নিয়ে সাজানোর চেষ্টা করেছে প্রতিটা টিম ম্যানেজার এবং কোচ। প্রতিবেদনের […]