সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি শোভাযাত্রা আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় এ শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় হতে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নোমান বখত পলিন, সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, উপস্থিত ছিলেন এড নজরুল ইসলাম শেফু, সহসভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব শংকর দাস, সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ, মনিষ কান্তি দে মিন্টু, সাবেক কাউন্সিলর ৫নং ওয়ার্ড, জুবায়ের আহমেদ অপু, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ, সেন্টু দে, সদস্য জেলা আওয়ামীলীগ, পিন্টু রায়, সদস্য জেলা আওয়ামীলীগ, আসাদুজ্জামান সেন্টু, সদস্য জেলা আওয়ামীলীগ, দিপঙ্কর কান্তি দে, সভাপতি জেলা ছাত্রলীগ, রিপন আহমেদ, সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগ।
নুরুল হুদা মুকুট বলেন, শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন। দেশের মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবেন এবং উনি দেখিয়েছেন কিভাবে তা অর্জন করতে হয়। তিনি বলেন, দেশের মানুষ আজ আনন্দিত কারণ জননেত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করেছেন। নোমান বখত পলিন বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। শোভাযাত্রার পরই পরই অনুষ্ঠান সমাপ্ত হয়।