দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জনসভা আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন, নাদের বখত, মেয়র সুনামগঞ্জ পৌরসভা ও সহসভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী ড মোহাম্মদ সাদিক। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হুদা মুকুট সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, ব্যারিষ্টার এলামুল কবির ইমন সদস্য আওয়ামীলীগ জাতীয় কমিটি, নোমান বখত পলিন সাধারণ সম্পাদক, করুনা সিন্ধু চৌধুরী বাবুল চেয়ারম্যান তাহিরপুর উপজেলা, শাহানারা রব্বানী সভাপতি জেলা মহিলা আওয়ামীলীগ সুনামগঞ্জ। এছাড়াও জনসভায় বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, জেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটা হতে জনসভার মাঠ পরিপূর্ণ যায়।
জনসভায় বক্তারা বলেন, আমার ৭তারিখ সুনামগঞ্জের মানুষ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে চাই।