দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মাদ সাদিক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৫৩হাজার ৬৩৯টি ভোট পেয়েছেন তার প্রতিদন্ধী বর্তমান সদস্য ও জাতীয় পার্টির আহবায়ক এড পীর ফজলুর রহমান মিজবাহ পেয়েছেন ২১৪৮২টি ভোট, এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন মোট ৯৪৭টি ভোট পেয়েছেন। মোট ১১২কেন্দ্রে সকাল ৮টা হতে ভোট গ্রহন শুরু হয়। শুরুতে ভোটার সংখ্যা কম হলেও বেলা গড়ানোর শুরুতেই ভোটার উপস্থিতি রাড়তে থাকে। নির্বাচনে কোন ধরনের সহিংসতা সৃষ্টি হয়নি। বিকাল ৪টার সময় ভোট গ্রহণ শেষ হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব রাশেদ ইকবাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।